ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৭ বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
১৭ বাংলাদেশি শিক্ষার্থীর ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ক্যামব্রিজ আন্তর্জাতিক পরীক্ষা (ইন্টারন্যাশনাল এক্সজামিনেশন) ২০১৩ এর দুই সেশনে ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৬৬ জন বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

১৬০টি দেশের ২ হাজার ৯০০ জন শিক্ষার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো ফলাফল করেছেন ৬৬ জন বাংলাদেশি শিক্ষার্থী।

তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ১৭ জন শিক্ষার্থী ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অর্জন করেছেন।

শনিবার বিকেলে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সজামিনেশন ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে রাজধানীর গুলশান-২ এ একটি হোটেলে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে মে ও জুন সেশনে এ এবং ও লেভেলের শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
 
মেধাবী এসব শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী বলেন, জীবনের বড় বড় সফলতার মধ্য এটি একটি। উদার মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে। বাকি সফলতাগুলো যেন হাতের মুঠোয় আসে সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। তিনি গণিত এবং কম্পিউটার বিজ্ঞানের ওপর পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কুল ডেভেলপমেন্ট ম্যানেজার ও নেপাল ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সজামিনেশন সুজি চৌধুরী। তিনি বলেন, ভালো মানের শিক্ষা, পরিবেশ এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই শিক্ষার্থীদের চমৎকার এ অর্জন। এটা বাংলাদেশের শিক্ষার জন্য অনেক ইতিবাচক। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের শিক্ষার্থীরা এ ফল অর্জন করেছেন।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ব্রিটিশ কাউন্সিল রিজিওন্যাল ডিরেক্টর স্টিভ অ্যাডামস, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ডিরেক্টর এক্সজামিনেশন দ্বীপ অধিকারী প্রমুখ।

বাংলাদেশের বিভিন্ন শাখায় ক্যামব্রিজ স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

বিভিন্ন আয়োজনে অনুষ্ঠানটি সবার কাছে উপভোগ্য হয়ে ওঠে। শুরুতেই ছিল অতিথিদের আসন গ্রহণ। এরপর শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন। এছাড়া অ্যাওয়ার্ড প্রদানের মাঝে মাঝে দেশাত্মবোধক গানের তালে তালে নৃত্য পরিবেশন অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।