ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এক ধাপ নিচের বেতন স্কেল দাবি রায়গঞ্জের শিক্ষকদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
এক ধাপ নিচের বেতন স্কেল দাবি রায়গঞ্জের শিক্ষকদের

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রণয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সহকারী শিক্ষকরা।

সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



এসময় প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন ৫ হাজার ২শ’ থেকে বাড়িয়ে ৫ হাজার ৫শ’ ও প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন ৪ হাজার ৭শ’ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ২শ’ টাকা করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার সরকারি প্রজ্ঞাপনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে বেতন স্কেল ঘোসণা করা হয়েছে তাতে সহকারী শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। এর আগে সবসময় প্রধান শিক্ষকদের তুলনায় সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ নিচে থাকলেও এবার তা তিন ধাপ নিচে নিয়ে আসা হয়েছে। প্রধানশিক্ষকদের ২য় শ্রেণিতে উন্নীত সরকারের যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু তার সঙ্গে সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষকদের বিষয়েও সরকারের আরও কিছু করা উচিত ছিল। শিক। ষার গুণগত মান উন্নয়নে সহকারী শিক্ষকদের অবদানকেও সরকারের বিবেচনায় নেওয়া উচিত। তাই আমরা প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: আলমগীর হোসেন, সেক্রেটারি এমএম আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মুক্তাদির হাবিব সবুজ, আব্দুর রহমান, খালিদ মার্শাল, গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ঘোষণা দেন। এর পর প্রধান শিক্ষকদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন এ সিদ্ধান্তের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের (গ্রেড-১১) মূল স্কেলের বেতন ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের (গ্রেড-১২) মূল বেতন স্কেল পাঁচ হাজার ৯০০ টাকা।

অন্যদিকে সহকারী শিক্ষকদের মূল বেতন স্কেল হবে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্ষেত্রে পাঁচ হাজার ২০০ টাকা(গ্রেড-১৪) এবং প্রশিক্ষণবিহীনদের চার হাজার ৯০০ টাকা (১৫ গ্রেড)।

আগের ৩৭ হাজার ৬৭২টি সরকারি বিদ্যালয়ের পাশাপাশি নতুন সরকারি হওয়া প্রায় ২৩ হাজার বিদ্যালয়ের শিক্ষকেরা এই সুবিধা পাবেন। এবং এটি রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।