ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আলোচনায় সমাধান না হলে পরবর্তী কর্মসূচি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
আলোচনায় সমাধান না হলে পরবর্তী কর্মসূচি

রাবি: শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে। এ আলোচনার মাধ্যমে সমাধান না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা।



মঙ্গলবার সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে ‘বর্ধিত ফি বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একান্ত আহ্বানের প্রতি সুবিবেচনা রেখে এবং শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ড. শামসুজ্জোহা স্মরণে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বিরোধী শপথগ্রহণ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার তারা গত দুই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কালোব্যাজা ধারণ কর্মসূচি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়া আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,  পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়াতুল্লাহ খোমেনি। তিনি বলেন, আমাদের নৈতিক ন্যায্য দাবির আন্দোলন চলছে ভবিষ্যতেও চলবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানের আমাদের দাবির ব্যাপারে কয়েকদফা আলোচনা হয়েছে। আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। আগামীতেও আলোচনা চলবে।

সংবাদ সম্মেলনে আটদফা দাবি ঘোষণা করে বলা হয়, পরবর্তীতে শিক্ষার্থীদের বিভাগ ও হল কমিটি, আন্দোলনের মঞ্চ ও বিভিন্ন মহলের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

দাবিগুলো হলো, সামাজিক বিজ্ঞান অনুষদের সান্ধ্যকোর্স বাতিল, চলমান আইন ও বাণিজ্য অনুষদের সান্ধ্যকোর্স বাতিল, শিক্ষার্থীদের ওপর দায়েরকরা মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে জারি করা রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার এবং একাডেমিক ভাবে বহিষ্কার, হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব প্রশাসনকে নেওয়া, হামলায় নেতৃদানকারী চার সহকারী প্রক্টরকে অপসারণ এবং পুলিশ কর্মকর্তাদের বিচার করা, হলে আবাসিক শিক্ষার্থীদের থাকা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অন্যদের  মধ্যে উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সোহরাব হোসেন, বাংলা বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান, ফোকলোর বিভাগের শিহাবুদ্দীন শিহাব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।