জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য পৃথিবীর অনেক দেশের তুলনায় সমৃদ্ধ। এ অঞ্চলের প্রাচীন জনপদ, সভ্যতার ইতিহাস অনেক পুরোনো।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত প্রকল্পের সার সংক্ষেপ উপস্থাপন বিষয়ক ‘ঐতিহ্য ব্যবস্থাপনার কৌশলগত পরিকল্পনা’ শীর্ষক এ আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে জাবি প্রত্নতত্ত্ব বিভাগ।
সেমিনারে প্রধান অতিথি সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, শিক্ষা ও গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ অগ্রগতি সাধন করেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে এসব ছড়িয়ে দিতে হবে।
এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রতি অভিজ্ঞ জনবল নিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রত্নতত্ত্ব অতীত উন্মোচন করে। মানুষের সংস্কৃতির বিবর্তন প্রত্নতাত্ত্বিকগণ খুঁজে বের করেন। বিশ্বব্যাংক উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প পরিচালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের গবেষণা এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহছান এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. অসিত বরণ পাল প্রমুখ বক্তব্য দেন।
সেমিনারে ভারতের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. বসন্ত সিন্ধি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪