ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

জবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, সেপ্টেম্বর ২৯, ২০১৪
জবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে দর্শন বিভাগ। রানার্স আপ রসায়ন বিভাগ।



সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আলী নূর।

অনুষ্ঠানে কলা অনুষদের ডিন ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ লুৎফর রহমান, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শাহজাহান বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চার সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘন্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।