ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সময় বাড়ল বাকৃবিতে

শেকৃবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
শেকৃবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া মঙ্গলবার রাত ১২টায় শেষ হচ্ছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর শুক্রবার।



বিশ্ববিদ্যালয়ের ৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। এর মধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে রয়েছে ৭৫টি করে আসন।

ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে স্নাতক শ্রেণিতে ভর্তি আবেদনের সময়সীমা বেড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাকৃবিতে ভর্তির আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।  

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ৮ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
বাকৃবির স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্য প্রার্থীদের তালিকা ২৩ অক্টোবর প্রকাশ করা হবে।

এছাড়া, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bau.edu.bd) জানা যাবে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।