ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ভর্তি আবেদনের সময় বাড়ালো শেকৃবি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, সেপ্টেম্বর ৩০, ২০১৪
ভর্তি আবেদনের সময় বাড়ালো শেকৃবি ছবি: সংগৃহীত

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনের সময় ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদত উল্লার সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর অনলাইনে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।

ভর্তি কমিটি জানায়, ২০ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। তবে আবেদন ফি জমা দিতে হবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেল ব্যাংকিং এর মাধ্যমে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

এবার শেকৃবিতে ৩টি অনুষদে ৫০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। এরমধ্যে কৃষি অনুষদে ৩৫০, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫ শিক্ষার্থী ভর্তি করানো হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ভর্তি কমিটি জানায়।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়:১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।