ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, অক্টোবর ১৭, ২০১৪
ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাবি টিএসসির সামনের সড়ক দ্বীপে রাজু ভাস্কর্যের সামনে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।



আন্দোলত শিক্ষার্থীরা অভিযোগ করেন, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ভর্তি প্রস্তুতির জন্য যথেষ্ঠ সময় পান না তারা। তাছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষে দেখা গেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরাই ঢাবিতে চান্স পেয়েছে বেশি।

তারা বলেন, এবারও গত বারের ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা দিয়ে ‌উত্তীর্ণ হয়েছেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত আমাদের হতাশ করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।

রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করা সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অবশ্যই মানি। কিন্তু এজন্য শিক্ষার্থীদের সময় দিতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হোক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ আলী জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুমতি নিয়েছেন।

এদিকে সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়েছেন।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪, আপডেট: ১১৩৪ ঘণ্টা,


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।