ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, অক্টোবর ১৮, ২০১৪
ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরীক্ষা স্থগিত

টাঙ্গাইল: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।



বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আজিজুল হক বাংলানিউজকে জানান, ছাত্রলীগের সংঘর্ষের কারণে রোববারের সব বিভাগের সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে, সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের এক ছাত্রের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।