ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কঠোর নিরাপত্তায় রাবির ভর্তি পরীক্ষা শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
কঠোর নিরাপত্তায় রাবির ভর্তি পরীক্ষা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার সকাল ৯টায় এইচ ইউনিটের বেজোড় রোলধারীদের পরীক্ষার মধ্য দিয়ে আটটি ইউনিটের অধীনে এ পরীক্ষা শুরু হলো।



রোবববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা নেওয়া হবে।

দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সি ইউনিটের বেজোড় রোল নম্বরধারীদের ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আটটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটসের সদস্যরা নিরপত্তার দায়িত্ব পালন করছেন।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমবারের মতো পরীক্ষা চলাকালে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন-ঘড়ি, ক্যালকুলেটর, হেডফোন) ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার কক্ষে শিক্ষার্থীরা কাপড় বা অন্য কোনোভাবে কান ঢেকে রাখতে পারবেন না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বছর ভর্তি পরীক্ষায় আটটি অনুষদের ৫০টি বিভাগের তিন হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৬ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।