ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নবীনদের বরণ, পুরোনোদের বিদায় সম্ভাষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
নবীনদের বরণ, পুরোনোদের বিদায় সম্ভাষণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নবীনদের বরণ এবং পুরোনোদের বিদায় সম্ভাষণ দিয়েছে পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।



রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে পিপলস ক্যাম্পাসে দু’দিনব্যাপী ‘সিএসই ফ্যাস্টিবল-২০১৪’ অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয়টি।

এ সময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২৩ ব্যাচের মোট ৫০ জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।  

পিপলস ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী অনুষ্ঠানে বলেন, কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের সব সময় আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। বিদায়ী শিক্ষার্থীরা যেনো তাদের মেধা দিয়ে তাদের ভবিষ্যতকে আলোময় করে গড়ে তুলতে পারে, সেজন্য আমি দোয়া করি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য্য বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের, তোমাদের। তোমরা তোমাদের ক্যাম্পাসকে সব সময় পরিপাটি করে রাখবে। যদি ক্যাম্পাস সুন্দর ও পরিপাটি থাকে, তবেই তোমরা ভালো শিক্ষা অর্জন করতে পারবে।

ধূমপান থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ধূমপানে বিষপান। ধূমপান একটি মানুষের মস্তিস্কের অনেক ক্ষতি করে। বিশেষ করে যারা সিএসই’র ছাত্র তাদের ব্রেনওয়ার্ক বেশি করতে হয়। তোমরা ধূমপান থেকে বিরত থাকো।

সমাপনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিরিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. মাসুদ রেজা, বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অব ফিন্যান্স হরেকৃষ্ণ সরকার, রেজিস্ট্রার মুহাম্মদ মুফাক্কার, ইসলামিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. হেলাল উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।