ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি (নোয়াখালী): চার দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে (নোবিপ্রবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে (গোল চত্বরে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


 
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন বরাবর পেশ করেন।

দাবিগুলো হলো-
কাম্পাসে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা, শিক্ষকদের বিরুদ্ধে অরুচিকর লিফলেট বিতরণকারীদের পাঁচ দিনের মধ্যে শাস্তির ব্যবস্থা করা, ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিষিদ্ধ করা ও ক্যাম্পাসকে সেশনজট মুক্ত করা।
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়য়ের ভারপ্রাপ্ত উপাচার্য বাংলানিউজকে বলেন, দাবিগুলোর ব্যাপারে আমরা শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বিশ্ববিদ্যালয়য়ের ১ম বর্ষের ছাত্রী নুসরাত শারমিন জানান, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা না হওয়ায় আমরা খুবই হতাশ। সব শিক্ষার্থীদের দাবি দ্রুত ক্লাস ও পরীক্ষা চালু করা।

মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অতনু সাহা, প্রমেলসহ আরো অনেকে।

এদিকে, রোববার সকাল ৯টার দিকে পূর্ব-নির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা দেওয়ায় তা নেওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।