ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছে ৬০ জন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছে ৬০ জন

(ইবি): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক সম্মান ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর।

এ বছর আটটি ইউনিটে ১৪৬৫ আসনের বিপরীতে মোট ৮৭৩১৬ জন পরীক্ষার্থী ভর্তি আবেদন করেছে বলে জানা গেছে।

এতে একটি আসনের বিপরীতে ৬০ জন শিক্ষার্থী লড়বে।

এছাড়া গতবারের মতো এক আসনের বিপরীতে এবারো সবচেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে ‘সি’ ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনে ১০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে বলে জানা গেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এদিকে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এই ইউনিটে ৩৪০ আসনের বিপরীতে ২১০৯৫ আবেদন ফরম পাওয়া গেছে।

এছাড়া ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ৪৪৫৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইইনটে ১৫০ আসনের বিপরীতে ১৫৫৭৬ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১০৬৪৭ জন, ‘ই’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১০২৪৬ জন, ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২৫৪৯ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ২২৫ আসনের বিপরীতে ১৪১২৪ জন, ও আইন অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৮৬২৫ জন ভর্তি আবেদন করেছে বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট ‘www.iu.ac.bd’ থেকে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।