ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির এইচ ইউনিটের ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
রাবির এইচ ইউনিটের ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের এইচ ইউনিটের (প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর ইসমাইল বাংলানিউজকে জানান, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এবং প্রকৌশল অনুষদের নোটিশ বোর্ডে এ ফল প্রকাশ করা হয়েছে।


 
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় এইচ ইউনিটে ২ হাজার ৫০০ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এ অনুষদে ২৬৯টি আসন রয়েছে।

ডিন আরো জানান, নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী ১২ নভেম্বর বিজোড় এবং ১৩ নভেম্বর জোড় নম্বরধারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে ছবি সম্বলিত এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড জমা দিতে হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে বলেও জানান তিনি।

ভর্তি পরীক্ষার রোল নম্বর অনুযায়ী সাক্ষাৎকারের স্থান: বিজোড় (এইচ১০০২১-এইচ১৩১৯৭) এবং জোড় (এইচ১০০০৪-এইচ১৩১১০) ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। বিজোড় (এইচ১৩২০৫-এইচ১৬৮৯৯) এবং জোড় (এইচ১৩১২০-এইচ১৬১৫৮) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে। বিজোড় (এইচ১৬৯৪৫-এইচ২০২৫৩) এবং জোড় (এইচ১৬১৬৬-এইচ১৯৭৬৬) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। বিজোড় (এইচ২০২৫৭-এইচ২৪২৭৩) এবং জোড় (এইচ১৯৭৯০-এইচ২৪৩৯৮) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। বিজোড়  (এইচ২৪২৮৩-এইচ২৭৮৬১) জোড় (এইচ২৪৪১৮-এইচ২৮০০৬) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।