ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনে টিচিং ল্যাব উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনে টিচিং ল্যাব উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনে টিচিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দ্বিতীয় একাডেমিক ভবনে উচ্চশিক্ষা মানন্নোয়ন প্রকল্পÑহেকেপ এর উদ্যোগে এ ল্যাব উদ্বোধন করা হয়।



ল্যাব উদ্বোধন শেষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বলেন, উচ্চ শিক্ষার মানন্নোয়ন এর জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন মানসম্মত শিক্ষাদান। শিক্ষকরা যদি মানসম্মতভাবে শিক্ষাদান করতে পারেন তাহলে শিক্ষার্থীদের মানও স্বাভাবিকভাবেই বাড়বে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিশ্বমান অর্জনে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী ২-৪ বছরের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান অনেক বাড়বে।

যে টিচিং ল্যাব উদ্বোধন করা হলো এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পরিবেশে শিক্ষাদান সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপাচার্য এ প্রকল্পের এসপিএমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ উপলক্ষে শনিবার টিচিং ল্যাবে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, গবেষকসহ খুলনার  বিভিন্ন শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের ৬০জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন।

উচ্চশিক্ষার মানন্নোয়ন প্রকল্পÑহেকেপ এর সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. দিলীপ কুমার দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্, প্রফেসর ড.মনিরুল ইসলাম, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মো. আইয়াজ হাসান চিশতী, প্রফেসর ড. মো. গোলাম হোসেন, প্রফেসর ড. শেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর আফরোজা বেগম, প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেঁটে টিচিং ল্যাব এর উদ্বোধন করেন।   

বাংলাদেশ সময় :  ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।