ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসিতে প্রথম দিন অনুপস্থিত ৪৬ হাজার পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৪
জেএসসি-জেডিসিতে প্রথম দিন অনুপস্থিত ৪৬ হাজার পরীক্ষার্থী ছবি:ফাইল ফটো

ঢাকা: জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে শুক্রবার সারা দেশের পরীক্ষা কেন্দ্রে ৪৬ হাজার ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।



জেএসসি-জেডিসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে শুক্রবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

এদিন জেএসসিতে বাংলা প্রথমপত্র ও জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা গ্রহণ করা হয়।

ঢাকা বোর্ডে ১২ হাজার ৭৩৮ জন, রাজশাহীতে তিন হাজার ২৯০ জন, ‍কুমিল্লায় তিন হাজার ৫৪২ জন, যশোরে তিন হাজার ৪৯৭ জন, চট্টগ্রামে দুই হাজার ৯৫ জন, সিলেটে এক হাজার ৮৩২ জন, বরিশালে দুই হাজার ২০৫ জন এবং দিনাজপুর বোর্ডে দুই হাজার ৫৯৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ২৪৩ জন।

মাদ্রাসা বোর্ডে চার জন ও ঢাকা বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন।

গত ২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে পিছিয়ে শুক্রবার থেকে শুরু করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।