ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

কুবিতে প্রতি আসনের বিপরীতে ৫৬ জন

মিজান উদ্দীন,কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, নভেম্বর ৮, ২০১৪
কুবিতে প্রতি আসনের বিপরীতে ৫৬ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগে ৯১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১, ১৪১টি।

এতে প্রতি আসনের জন্য প্রতিযোগী ৫৬ জন।

শনিবার ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘এ’ ইউনিটে ৩৫০ আসনের বিপরীতে ২০৪০৫ জন, ‘বি’ ইউনিটে ৩৩০ আসনের বিপরীতে ১৫৯৬৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩০ আসনের বিপরীতে ১৪৭৭০ জন আবেদন।

শুক্রবার (৭ নভেম্বর) রাত ১২টায় ভর্তি পরীক্ষার এ আবেদন প্রক্রিয়া শেষ হয়।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এখনো নির্ধারিত হয়নি। পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকায় জানান হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট  (www.cou.ac.bd) এ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।