ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে মাছের পোনা অবমুক্ত

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
শেকৃবিতে মাছের পোনা অবমুক্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর)সকালে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার মাছের পোনা অবমুক্ত করেন।



এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো হযরত
আলী,পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মদ, রেজিস্ট্রার ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, নীল দলের সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।