ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক ১ জন!

ড্রিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
৪ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক ১ জন! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ ডিগ্রি ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বিষয়ের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীন জন্য শিক্ষক রয়েছেন একজন। বিভাগে শিক্ষক সংকটের কারণে তাই বন্ধ হয়ে গেছে পাঠদান।



বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে মঞ্জুরীকৃত বাংলা বিভাগে ১৩টি পদ থাকার থাকা। কিন্তু এ বিভাগে শিক্ষকের পদ রয়েছে মাত্র চারটি। এর মধ্যে তিনটি পদই খালি।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এ বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগে শুধু একজন সহকারী অধ্যাপক রয়েছেন।

বিভাগটিতে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে সহযোগী অধ্যাপকের পদ। সহকারী অধ্যাপকের পদে নিয়োজিত ছিলেন একজন এবং প্রভাষক ছিলেন দুজন। সম্প্রতি দুই প্রভাষকই বদলি হয়ে যাওয়াতে পুরো কলেজে বাংলা বিষয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থীরাসহ একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র কামাল উদ্দিন বাংলানিউজকে জানান, তারা শুধু কলেজে আসেন আর যান। কোনো ক্ল‍াস হয়না। কারণ তাদের ক্লাস করানোর কোনো শিক্ষক নেই।

একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র জিহানুর রহমান বাংলানিউজকে জানান, বাংলা বিষয়টি তার কাছে খুব কঠিন লাগে। তাই বাংলা ক্লাস মিস করেন না। কিন্তু মাসখানেক ধরে বাংলার কোনো ক্লাস হচ্ছেনা তাদের।

ডিগ্রির শিক্ষার্থী আফসানা নাসরিন জানান, আর কিছুদিন পরই তাদের পরীক্ষা। কিন্তু তাদের বাংলা ক্লাসই হচ্ছেনা।

এ বিষয়ে বাংলা বিভাগের একমাত্র শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে এ বিভাগে অধ্যাপকের একটি পদ, সহযোগী অধ্যাপকের দুইটি পদ, সহকারী অধ্যাপকের চারটি পদ ও প্রভাষকের ছয়টি পদ থাকার কথা। কিন্তু ১৩ পদের বিপরীতে পদ রয়েছে চারটি। সে পদগুলোও শূন্য। এতোদিন তিন জনে কোনোমতে চালিয়ে নিচ্ছিলেন। এখন তার একার পক্ষে এতো শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব নয়।

এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, শিক্ষক সংকটের বিষয়টি মন্ত্রণালয়কেও বহুবার চিঠি পাঠিয়ে অবহিত করা হয়েছে। কিন্তু তারপরও কাজ হচ্ছেনা।   এভাবে বাংলার ক্লাশ না হলে তো শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।