ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট সমাবর্তনের মহড়া সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
রুয়েট সমাবর্তনের মহড়া সোমবার

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর চতুর্থ সমবর্তনের শোভাযাত্রার মহড়া সোমবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এজন্য সমাবর্তন গাউন ও কিট সোমবার সকাল ১০টা থেকে বিতরণ করা হবে।



রোববার(১৬ নভেম্বর’২০১৪) দুপুরে রুয়েট এর প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুর্ত্তজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার দুপুর ২টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে সমাবর্তন শোভাযাত্রার মহড়া শুরু হবে। মহড়া শোভাযাত্রায় রুয়েটের সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের অংশ নিতে বলা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের সমাবর্তন কিট সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্লাস অ্যান্ড সিরামিক(জিসিই) ভবন থেকে বিতরণ করা হবে।

তাছাড়া সমাবর্তন কসটিউম (গাউন ও হুড) সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাব থেকে বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা থেকে একই স্থানে কসটিউম বিতরণ করা হবে।

তিনি আর বলেন, সমাবর্তনে অংশগ্রহণকারী সকল গ্রাজুয়েটকে নির্ধারিত সময় ও স্থান থেকে সমাবর্তন কিট এবং কসটিউম সংগ্রহ করতে হবে। সমাবর্তন কসটিউম পরিধান ব্যাতিত কোন গ্রাজুয়েটকে সমাবর্তন প্যান্ডেলে প্রবেশ করতে দেয়া হবে না। সমাবর্তন অনুষ্ঠানে আসার সময় গ্রাজুয়েটদের নিজেদের ব্যবহ্নত মোবাইল ফোন, আইপ্যাড, ট্যাব, ল্যাপটপ এবং ব্যাগ সঙ্গে আনা যাবে না।

সমাবর্তন অনুষ্ঠান শেষে গ্রাজুয়েটদের মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা এবং বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিট ইঞ্জিন ল্যাব, ফ্লুইড মেকানিক্স ল্যাব ও মেট্রোলজি ল্যাবে সমাবর্তন কসটিউম(গাউন) ফেরত দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সমাবর্তন কসটিউম ফেরত না দিলে কোন গ্রাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হবে না।

সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের সমাবর্তন কিট, কসটিউম, খাবার, সার্টিফিকেট সংগ্রহসহ যাবতীয় তথ্য রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd থেকে জানার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।