ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে  কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।

সোমবার (১৭নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুবি ক্যাম্পাসে  এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে কুবির উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের নেতৃত্বে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রক্টর মো. আইনুল হক, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
 
উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ তার বক্তব্যে শোকসন্ত্বপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।