ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোবিপ্রবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মো. বাহাদুর। তিনি এ ঘটনার দ্রুত বিচার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর সরকার, মোহাম্মদ রবিউল হাসান, ইংরেজি বিভাগের মুহম্মাদ মুশফিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।