ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির ভর্তি পরীক্ষা কবে, জানে না কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
বেরোবির ভর্তি পরীক্ষা কবে, জানে না কর্তৃপক্ষ

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জানতে চাইলে, কর্তৃপক্ষ বলছে, উদ্ভূত পরিস্থিতি নিরসন না হওয়া পর্যন্ত নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।



বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেরোবিতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ৪, ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর পর্যন্ত।
 
বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২৭টি প্রশাসনিক পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। বুধবার (২৬ নভেম্বর) পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ দেওয়া হয়নি। বাড়ানো হয়নি আবেদনপত্র জমাদানের তারিখও।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মোর্শেদ উল আলম রনি জানান, ৬টি অনুষদে ২১টি বিভাগে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৯০ হাজারেরও বেশি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নূর-উন-নবী বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির নিরসন না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।