ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বই দেওয়া হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের ব্রেইল বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

শনিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে “শিক্ষা ও প্রতিবন্ধী বিষয়ক এক জনতার সংলাপে” তিনি এ উদ্যোগের কথা জানান।



তিনি বলেন, জানুয়ারি মাসে অনুষ্ঠিত বই উৎসবে বর্তমান সরকার বিশ্বের মধ্যে এই প্রথম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একযোগে বিনামূল্যে ৩৪ কোটি পাঠ্য বই বিতরণ করা হবে।

সেইসঙ্গে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিশেষ ব্রেইল বই বিতরণ করাও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান সরকার আগামী বাজেটে শিক্ষাক্ষেত্রে আরও অধিক বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত শিক্ষা কর্মসূচি, ভাতার পরিমাণের সংখ্যা বৃদ্ধিসহ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

সাঘাটা-ফুলছড়ি উপজেলার জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া তাঁর বক্তব্যে প্রতিটি উপজেলায় একটি করে বিশেষ প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছে এ দাবি জানান।

এসময় সাঘাটা উপজেলার বাকপ্রতিবন্ধী অতি দরিদ্র এক কিশোরী মুনমুনের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে দেওয়া পর্যন্ত সব দায়িত্ব পালনের ঘোষণা দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি। পিতৃ-মাতৃহীন অতি দরিদ্র এ কিশোরীটি তার বৃদ্ধ নানীর কাছে থাকে।

সাঘাটা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম গোলাম শহীদ রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এহছানে এলাহী, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, সিসিডির নির্বাহী পরিচালক ম্যাগস্যাসআই পুরস্কারপ্রাপ্ত এএইচএম নোমান খান, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি গোবিন্দলাল দাস, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন প্রমুখ।

সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্থা ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে ডিএফআইডির সহযোগিতায় প্রতিবন্ধীদের শিক্ষা বিষয়ক এ জনতার সংলাপের আয়োজন করে।

এতে সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা, প্রতিবন্ধী জনগোষ্ঠী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষকসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।