ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবি উপাচার্যকে অপসারণ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
বেরোবি উপাচার্যকে অপসারণ দাবি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে অপসারণের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষকদের অভিযোগ, উপাচার্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।



সোমবার প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে চলা সমাবেশে এ অভিযোগ উঠে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. সাইদুল হক।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারি অংশ নেন। সমাবেশ শেষে উপাচার্যের অপসারণের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা প্রায় দেড় মাস ধরে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলন করছেন। কিন্তু উপাচার্য আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছেন।

শিক্ষকবৃন্দ বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান না বলেই ক্যাম্পাস ছেড়ে ঢাকায় অবস্থান করেন। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে উপাচার্যকে যত দ্রুত সম্ভব সরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘন্টা, ডিসেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।