ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএটিবি’র ‘ব্যাটেল অব মাইন্ডস’র চ্যাম্পিয়ন আইবিএ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
বিএটিবি’র ‘ব্যাটেল অব মাইন্ডস’র চ্যাম্পিয়ন আইবিএ

ঢাকা: ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত ‘ব্যাটেল অব মাইন্ডস ২০১৪’র চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনলজি (আইইউটি)।



সম্প্রতি রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে সার্টিফিকেট তুলে দেন বিএটিবি’র চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএটিবি’র পরিচালনা পর্ষদের সদস্য-শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুল হাসান, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।

২০০৪ সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার ১১তম আসরে, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ শ’ শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে। আবেদনকারীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১৫০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়।

এই ১৫০ জনের মধ্যে ৬০ জন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে উঠে। আইবিএ, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইউইটি) এবং ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর শিক্ষার্থীরা সেমিফাইনাল পর্বে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এ বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে রোড শো’র মাধ্যমে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৪’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ সময় প্রতিযোগিতায় বিজয়ী আইবিএর শিক্ষার্থী নাহিয়ান রেহমান বলেন, এই প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নতুন যে কর্মজীবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেখানে এই অভিজ্ঞতা আমাদের প্রেরণা হিসেবে কাজ করবে।

বিএটিবি’র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম বলেন, আমাদের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ১১ বছর ধরে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করে আসছি। ২০০৪ সালে ১৬ জন প্রতিযোগী ছিল আর এ বছর ২২০০ জন।

এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কাজের জগতে প্রবেশের আগেই সত্যিকারের কাজের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

বিএটিবি’র পরিচালনা পর্ষদের সদস্য শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, নিয়োগ প্রক্রিয়ার এ ধরনের প্রতিযোগিতা এখন পরীক্ষিত। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই ধরনের প্রতিযোগিতা আরো আয়োজন হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।