ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দাবি না মানলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
দাবি না মানলে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি না মানলে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।

 

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আমাদের দাবি মেনে না নিলে আগামী ১০ জানুয়ারি কঠোর থেকে কঠোর আন্দোলনে নামবে দেশের শিক্ষক সমাজ। আমরা এমন আন্দোলন গড়ে তুলবো যা সরকার কোনো দিনও দেখেনি।

তিনি বলেন, সরকারকে বলতে চাই আমাদের দাবি মেনে নিন, নয়তো ৫ লাখ শিক্ষক-কর্মচারী রাজপথে নেমে আন্দোলন করবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি কোনো দিন সত্য কথা বলেছেন বলে মনে হয় না। দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে শিক্ষামন্ত্রীই দায়ী। তিনি আমাদের জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা করেন নি।

মো. সেলিম ভূঁইয়া বলেন, আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে দাবি মেনে না নিলে আগামী ২২ ডিসেম্বর দেশের সব জেলায় মানববন্ধন, ৩ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে।

আর ১০ জানুয়ারি ঢাকায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা থেকে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে।

তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে বিরাজমান এ সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই উদ্বিগ্ন। বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে যাচ্ছে।

‘শিক্ষার ব্যবস্থার বিষয়ে সরকার উদাসীন’ মন্তব্য করে তিনি বলেন, এই ধ্বংস প্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে শিক্ষকরাই টিকিয়ে রেখেছেন। এ অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেলে শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে কানামাছি খেলছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন জাতীয় বেতন স্কেলে শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তি না করা হলে শিক্ষক-কর্মচারীরা ঘরে বসে থাকবে না। তারা রাজপথে নেমে আসবে, বলেন তিনি।
 
আয়োজক সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, যুগ্ন মহাসচিব আজিজুল হক রাজা, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক আব্দুল হাকিম, বাবু অজিৎ কুমার প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।