ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত ফলাফলে পাশের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।



জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info থেকে জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস (ক্ষুদে বার্তা) করেও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে numf Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

৩১টি বিষয়ে গত আগস্ট মাসে তত্বীয় এবং নভেম্বর মাসে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় সারাদেশে ১০৩ টি কলেজের এক লাখ ২৬ হাজার ৮২১ জন পরীক্ষার্থী মোট ৮২টি কেন্দ্রে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।