ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

কুবিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, ডিসেম্বর ১৬, ২০১৪
কুবিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি): কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার ৪৪তম বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার সকাল সাড় ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন বিভাগ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।



পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করেন।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস, প্রক্টর মো. আইনুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়াও দিবসটিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।