ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির পঞ্চম সমাবর্তন ৩১ জানুয়ারি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
জাবির পঞ্চম সমাবর্তন ৩১ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পঞ্চম সমাবর্তন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবারের (৩১ ডিসেম্বর) মধ্যে যে সব শিক্ষার্থীর স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ডিগ্রির ফলাফল প্রকাশিত হবে শুধুমাত্র তারাই পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।



সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য- স্নাতক ১৫ শ’ টাকা, স্নাতকোত্তর ১৫ শ’ টাকা, স্নাতক, স্নাতকোত্তর একত্রে ২৫ শ’ টাকা, এমফিল ২৫ শ’ টাকা, পিএইচডি ৩ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে।

২০১২ সালে যে সব গ্রাজুয়েট সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদের পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। পূর্বের রেজিস্ট্রেশন বহাল থাকবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।