ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি’তে মাগুরায় সেরা সরকারি বালক বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
জেএসসি’তে মাগুরায় সেরা সরকারি বালক বিদ্যালয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: এ বছর ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষায় ৮৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে মাগুরা জেলায় র্শীষে রয়েছে সরকারি উচ্চ বালক বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে মোট ২৮০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭৬ জন।

এ গ্রেডে পাস করেছে ৯৮ জন। পাসের হার শতকরা ৯৮.৫৭ ভাগ।

জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে মোট ২৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬০ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। এ গ্রেডে পাস করেছে ১১৭ জন। পাসের হার শতকরা ৯৮.৮৫ ভাগ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।