ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাজশাহী বোর্ডে ষষ্ঠ পাবনা সরকারি বালিকা বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ডিসেম্বর ৩০, ২০১৪
রাজশাহী বোর্ডে ষষ্ঠ পাবনা সরকারি বালিকা বিদ্যালয়

পাবনা: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে পাবনা জেলায় শীর্ষ ও রাজশাহী বোর্ডের সেরা দশের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার বেলা ১২টার সময় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই ফলাফল জানানো হয়।



এ বছর এ বিদ্যালয় থেকে ২৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৬ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া জেলার সেরা দশ বিদ্যালয়ের মধ্যে পাবনা ক্যাডেট কলেজ দ্বিতীয় স্থান, পাবনা জিলা স্কুল তৃতীয়, পাবনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চতুর্থ, বেড়া আল হেরা একাডেমি পঞ্চম, ঈশ্বরদী ইক্ষু গবেষণা হাইস্কুল ষষ্ঠ, ঈশ্বরদী সাড়া মারোয়ারী হাইস্কুল সপ্তম, কৃষ্ণপুর গার্লস হাইস্কুল অষ্টম, পাবনা আদর্শ বালিকা বিদ্যালয় নবম ও পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল দশন স্থান অর্জন করেছে।

থেকে ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৩১ জন জিপিএ-৫ পেয়ে ১০ স্থান অধিকার করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।