ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে রংপুরের সেরা স্কুলগুলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
দিনাজপুর বোর্ডে রংপুরের সেরা স্কুলগুলো

রংপুর: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এ প্রতিষ্ঠান থেকে ৩১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩০৫।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছে রংপুরের মিলেনিয়াম স্টার স্কুল। এ প্রতিষ্ঠান থেকে ১০২ পরীক্ষার্থী অংশ নিয়ে ৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।

চতুর্থ হয়েছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ১০ম অবস্থানে আছে। এ প্রতিষ্ঠান থেকে ২৮২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন।

একাদশ অবস্থানে আছে রংপুর সরকারি বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২২৬ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পায় ১৭৭ জন শিক্ষার্থী।

রংপুর জেলা স্কুল ১৩ তম স্থান অধিকার করেছে। এই স্কুল থেকে ২২১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।

রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন ছাত্র-ছাত্রী। ফলাফলে স্কুলটি দিনাজপুর বোর্ডে ১৬তম স্থানে আছে।

আর ১৮তম স্থানে আছে রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল। স্কুলের ৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন।

১৯তম অবস্থানে আছে রংপুর আইডিয়াল স্কুল। এ প্রতিষ্ঠান থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।