ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৮৫৯টি

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
শতভাগ পাস প্রতিষ্ঠান বেড়েছে ১৮৫৯টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গত বছরের থেকে এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন  প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৮৫৯টি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেএসসি ও জেডেসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

এবছর জেএসসিতে পাসের হার ৮৯.৮৫ শতাংশ এবং জেডিসিতে পাস করেছে ৯৩.৫০ শতাংশ শিক্ষার্থী।

ফলাফলে দেখা যায়, ২০১৩ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৬টি। যা ২০১৪ সালে এক হাজার ৮৫৯টি বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৫টিতে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, পাসের হার শতভাগ এমন শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি রয়েছে বরিশাল শিক্ষা বোর্ডে। বরিশালে এক হাজার ৯৫৩টি প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারীদের সবাই পাস করেছে।

বরিশালের পরেই শতভাগ পাসের পাসের হারের প্রতিষ্ঠানের সংখ্যায় এগিয়ে আছে রাজশাহী।

রাজশাহীতে এক হাজার ৯৩টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ঢাকা বোর্ডে শতভাগ পাস করেছে ৭৯৪টি শিক্ষা প্রতিষ্ঠান। এ হিসাবে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড।

এছাড়া কুমিল্লায় ৫২৭টি শিক্ষা প্রতিষ্ঠান, যশোর শিক্ষা বোর্ডে ৭২০টি, দিনাজপুর বোর্ডে ৮২৯টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা।  

তবে শতভাগ পাসের হারে সবচেয়ে পিছিয়ে আছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৪১টি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।