ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

রাজশাহীতে শিক্ষক কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, জানুয়ারি ৮, ২০১৫
রাজশাহীতে শিক্ষক কর্মচারী ফ্রন্টের সংবাদ সম্মেলন

রাজশাহী: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা, শিক্ষানীতি অনুসারে এমপিওভুক্ত শিক্ষকদের সব শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে বদলিসহ ২১ দফা দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলার নেতারা।  

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর শাহ মখদুম কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ রাজকুমার সরকার, আবদুল রাজ্জাক ও আবদুল বারীসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেত‍ারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৬ মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে ১৯ মার্চ ঢাকায় শিক্ষকদের প্রতিনিধি সভায় পরবর্তী সিদ্ধান্ত ও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।