ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জুবায়ের হত্যার মামলার আসামিকে চাকরি হতে অব্যাহতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
জুবায়ের হত্যার মামলার আসামিকে চাকরি হতে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যা মামলার আসামি মো. মাহমুদুল হাসান মাসুদকে বিশ্ববিদ্যালয়ের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোল চাকরি হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে। এই তারিখেই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ আদেশ অনুমোদন দেন।

সাবেক উপাচার্য অধ্যাপক মো: আনোয়ার হোসেনের কার্যকালে পরিবহন অফিসে মাস্টাররোলে মাসুদকে নিয়োগ দেয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারী ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।