ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ নার্সিং কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ময়মনসিংহ নার্সিং কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ: দুই দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন ময়মনসিংহ নার্সিং কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তারা এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।



এর আগে কলেজের প্রিন্সিপাল মনোয়ারা খাতুন ও হাউসকিপার নাজমুন নাহারের অপসারণ এবং শিক্ষার্থীদের উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ৭ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে কলেজটির শিক্ষার্থীরা।

টানা আন্দোলনের পাঁচদিন পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এটি তাদের আভ্যন্তরীণ বিষয়। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তিনি নিশ্চিত নন।

গত বছরের ডিসেম্বরে নার্সিং কলেজে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেবা পরিদফতর থেকে পাঁচ শিক্ষার্থীর সিট বাতিল করা হয়। একই অপরাধে আট শিক্ষার্থীকে বরিশালে বদলি ও ১০ শিক্ষার্থীকে সতর্ক করা হয়।


বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।