ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ মন্ত্রণালয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এবার অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ মন্ত্রণালয়ের

ঢাকা: অতিরিক্ত ফি নিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে ২০ জানুয়ারির মধ্যে টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উচ্চ আদালতের নির্দেশনার পর শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে পরিপত্র জারি করে।



এর আগে হাইকোর্ট সারাদেশে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নিয়েছে, তা ২০ জানুয়ারির মধ্যে ফেরত দিতে বলেছেন হাইকোর্ট। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল হবে। তারা তিন বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন।

বুধবারের তারিখ দিয়ে বৃহস্পতিবার প্রকাশ করা শিক্ষা মন্ত্রণালয়ের ওই পরিপত্রে হাইকোর্টের নির্দেশনা দিয়ে বলা হয়, দেশের যেসব বিদ্যালয় সরকার নির্ধারিত এসএসসি পরীক্ষার অতিরিক্ত ফি আদায় করেছে, তা ২০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীকে ফেরত প্রদান করতে হবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।