ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

সাভারে ভাটপাড়া মডেল স্কুলের উদ্বোধন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, জানুয়ারি ১৮, ২০১৫
সাভারে ভাটপাড়া মডেল স্কুলের উদ্বোধন

সাভার (ঢাকা): সাভারে ভাটপাড়া মডেল স্কুলের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক মো. আরমান হোসেন স্কুল সম্পর্কে বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।

এর আগে প্রধান আতিথিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম মণ্ডল, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।