ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির কলাভবনে বোমা বিস্ফোরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ঢাবির কলাভবনে বোমা বিস্ফোরণ

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি’২০১৫) বেলা সোয়া ১২টার দিকে কলা ভবনের ভেতরে ইতিহাস এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাঝামাঝি এলাকায় ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ আহত হননি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হওয়ার পর সেখানে গিয়ে আরেকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসে অবিস্ফোরিত বোমাটি নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলে সাংবাদিকদের বলেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের মধ্যেই কলা ভবনের একটি টয়লেট থেকে চারটি বোমা উদ্ধার করে পুলিশ। ওই ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ‘বোমা’ চারটি পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।