ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ ফেব্রুয়ারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ ফেব্রুয়ারি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস ২১ জানুয়ারির (বৃহস্পতিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে।  
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে যাওয়ায় বেশ কিছু আসন শূন্য হয়েছে। এসব আসন পূরণের জন্য ২৭ জানুয়ারির মধ্যে অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে। এ কারণে ক্লাস শুরুর তারিখ পেছানো হয়েছে।
 
এদিকে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বাক্ষর ও বিভাগীয় ফি ২ ফেব্রুয়ারি জমা নেওয়া হবে। এছাড়া, কোনো বিভাগে ভর্তি কার্যক্রম বাকি থাকলে তা ২৭ জানুয়ারির মধ্যেই শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।