ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অবরোধে নাশকতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
অবরোধে নাশকতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি (রাজশাহী): ২০ দলের ডাকা অবরোধে নাশকতা ও মানুষ হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন হয়েছে।

আওয়ামী আইন ছাত্র পরিষদ রাবি শাখার উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



আওয়ামী আইন ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শান্ত ইসলাম মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের রাবি শাখার সভাপতি আসাদুজ্জামান নিউটন,  সহ-সভাপতি তন্ময় কুমার দে প্রমুখ।
এসময় অনেকের মধ্যে সংগঠনের রাবি শাখার সহ-সভাপতি জি এম হাসান, আশরাফুল ইসলাম, আজহারুল ইসলাম সোহাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সাদ্দাম, উপ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শিমুল উপস্থিত ছিলেন।

বক্তারা দেশে চলমান নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।