ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী কলেজে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রাজশাহী কলেজে ইয়ুথ লিডারশিপ ট্রেনিং শুরু

রাজশাহী: তরুণ-যুবকদের নেতৃত্ব বিকাশ ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রোববার (২৫ জানুয়ারি) থেকে রাজশাহী কলেজে শুরু হয়েছে ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচি।

গণযোগাযোগ ও মিডিয়া বিষয়ক জ্ঞানচর্চা কেন্দ্র সিসিডি’র উদ্যোগে রাজশাহী কলেজের নিউ বিল্ডিং মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে ৩৬ জন তরুণ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন।



ব্রিটিশ কাউন্সিলের অ্যাকটিভ সিটিজেন্স প্রজেক্টের সহায়তায় আয়োজিত চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষে প্রশিক্ষণার্থীরা রাজশাহী মহানগরীর সমস্যাগুলো চিহ্নিত করবেন।

সমস্যাগুলো সর্বস্তরের মানুষ ও নীতিনির্ধারকদের জানাতে সোশ্যাল এ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন করবেন তারা।

দুপুরে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা রোভারের সাধারণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস আলী ও রেডিও পদ্মা’র স্টেশন ম্যানেজার শাহানা পারভীন।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন সিসিডি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসান রাজিব ও প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসান তানভীর এবং অ্যাকটিভ সিটিজেন ফ্যাসিলিয়েটেটর অনিক তানভি ও নিখাতে জান্নাত।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।