রাবি: ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অঘোষিতভাবে বন্ধ হওয়া ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ক্লাস-পরীক্ষা নিয়মিতভাবে চালু রাখা এবং সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়ার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড ইউ সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ফিরোজ সরকার, রাবি ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান রুবেল, আতিকুর রহমান সুমন, রুয়েট ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান হিমেল প্রমুখ।
রাবিতে গত ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহও বন্ধ রাখা হয়। কিন্তু ৬ জানুয়ারি থেকে ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধ শুরু হওয়ায় ছুটি শেষ হলেও অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরতে পারেননি। শিক্ষার্থীদের উপস্থিত কম থাকায় বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। কয়েকটি বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষা শুরু হলেও হলেও পরে তা স্থগিত হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫