ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জসিম উদ্দিন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
জসিম উদ্দিন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জসিম উদ্দিন ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইনস্টিটিউট প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও মিলন মেলা-২০১৫ অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর লিয়াকত হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর তৌহিদুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ বিদ্যুত কুমার ভৌমিক, মাইক্রো ফাইবার গ্রুপের ডিরেক্টর (ফিন্যান্স) কামরুজ্জামান কায়সার, নিকুঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন প্রমুখ।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের নদ্দা, খিলক্ষেত, কুড়াতলী ও জোহার সাহারা শাখার শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান জসিম উদ্দিন ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির ছাত্র তৌকি তাহমিদ আহমেদ।

অতিথিদের উপস্থিতিতে কুচকাওয়াজ প্রদর্শনের আগেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান ও বিশেষ অতিথিসহ জসিম উদ্দিন ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন ও এম নাজিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫                           

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।