ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারণ ছাড়াই অবরোধ-হরতাল ডাকছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
কারণ ছাড়াই অবরোধ-হরতাল ডাকছে বিএনপি

রংপুর: আন্দোলন কর্মসূচির নামে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পাশাপাশি এই জোট কোনো কারণ ছাড়াই অবরোধ-হরতাল ডেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছে বলে মন্তব্য শিক্ষক নেতাদের।



শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মত জানায়।

এতে বলা হয়, গণতান্ত্রিক অধিকারের কথা বলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল-অবরোধ কর্মসূচি আহ্বান করছে এবং দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে পেট্রোলবোমা হামলা চালিয়ে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা চেষ্টা করছে। স্বাধীন দেশের সভ্য সমাজে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এর ফলে মানুষের জীবন যেমন বিপন্ন হচ্ছে তেমনি পিছিয়ে পড়ছে দেশের অর্থনীতি।

বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচিকে অযৌক্তিক  উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শিক্ষক সমিতির নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।