ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাউখালীতে ৪ শিক্ষার্থী বহিষ্কার, ১৩ শিক্ষকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
কাউখালীতে ৪ শিক্ষার্থী বহিষ্কার, ১৩ শিক্ষকের জরিমানা

রাঙামাটি: পরীক্ষায় নকল করার দায়ে রাঙামাটির কাউখালী উপজেলার একমাত্র এসএসসি পরীক্ষাকেন্দ্র পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  
 
এছাড়া, মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার দায়ে ১৩ শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বহিষ্কার ও জরিমানার অর্থ আদায় করেন।  
 
কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে নকল করার সুযোগ তৈরি করে দিচ্ছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক এ অভিযান চালানো হয়।  
 
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র পলাশ তঞ্চঙ্গ্যা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুর্শিদা আক্তার, ইয়াছমিন আক্তার ও পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বেবি মারমা।  
 
জরিমানার দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বরূপ চৌধুরী ও মিঠুল চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপক চাকমা, বিমলেশ্বর চাকমা ও অক্ষয় কুমার চাকমা, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনালের সহকারী শিক্ষক সুপ্রিয়া চৌধুরী ও রবিউল হোসেন, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাপ হোসেন ও পাইসাঅং মারমা, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বশির উদ্দিন ও রাখাল চন্দ্র চাকমা, হারাঙ্গী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃষ্ণ রতন চাকমা ও ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগর চক্রবর্তী।
 
কেন্দ্র সচিব ও পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫   
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।