ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বুধবারের এসএসসি পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি জোটের হরতালের কারণে আবারো পেছানো হলো এসএসসি ও সমমানের ১৬ বিষয়ের পরীক্ষা।

বুধবারের (১৮ ফেব্রুয়ারি) এসব পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



গত রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ২০ দলীয় জোটের হরতাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হরতালের সময় বাড়ানোর ঘোষণার পর বিকেলে সিলেট সার্কিট হাউজে জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানোর কথা জানান শিক্ষামন্ত্রী।

১৮ ফেব্রুয়ারি বুধবার আট শিক্ষা বোর্ডে এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ইতিহাস, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় পরিচিতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা-২ (সৃজনশীল) (ইসলাম-১২২১, হিন্দু-১২২২, খ্রিস্টান-১২২৩, বৌদ্ধ-১২২৪), ধর্ম-২ (ইসলাম-৮২২১, হিন্দু-৮২২২, খ্রিস্ট-৮২২৩, বৌদ্ধ-৮২২৪) এবং দাখিল ভোকেশনালে কুরআন মাজিদ ও তাজবিদ-২ (১৭২৭, সৃজনশীল) ও কুরআন মাজিদ ও তাজবিদ-২ (৮৪২১, সৃজনশীল) বিষয়ের পরীক্ষা ছিল।

এর আগে হরতালের কারণে গত ২, ৪, ৮, ১০ ও ১৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। এছাড়া ১২ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত রাখা হয়।

হরতালের কারণে সব মিলিয়ে সাত দিনের মোট ৬০টি বিষয়ের পরীক্ষা বাধাগ্রস্ত হলো। এসব পরীক্ষা শুক্র ও শনিবার গ্রহণ করা হচ্ছে।

চলতি বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালে এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পিছিয়েছিল।

ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।
 
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষাও বিএনপির হরতালের কবলে পড়ে। হরতালে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা আগামী ১১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না। পাশাপাশি এপ্রিলে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময় : ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেটেড : ১৬৪৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।