রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীকে অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ মানববন্ধনে অংশ নেন শিক্ষকদের একাংশ।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। মামলা দায়ের করা হয়েছে আহত শিক্ষকদের নামে।
অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষক নেতারা বলেন, দ্রুত মামলার কোনো সুরাহা না হলে শিক্ষকরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, যুগ্ম-সম্পাদক রফিউল আজম খান নিসার প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে অপসারণের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫