ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পা পিছলে শেকৃবি শিক্ষার্থীর মৃত্যু, অবরোধ-ভাঙচুর

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
পা পিছলে শেকৃবি শিক্ষার্থীর মৃত্যু, অবরোধ-ভাঙচুর

ঢাকা: গাড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে রাস্তার ওপর পড়ে যান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী আরিফুজ্জামান। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, এ খবর শেকৃবি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠীর‍া বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তায় ৫০-৬০ গাড়ি ভাঙচুর করে ও সড়ক অবরোধ করে রাখে।

শেষ খবর পাওয়া ‍পর্যন্ত শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে রেখেছেন। এছাড়া বেশ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে।

নিহত আরিফুজ্জামান অ্যাগ্রিকালচার বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাড্ডার বাস‍া থেকে বিহঙ্গ পরিবহনের একটি বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান আরিফুজ্জামান। এ সময় পেছন থেকে একটি বিএমডব্লিউ তাকে চাপা দেয়।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।